আন্দূল আড়গোড়ী জনসভা |
ISF প্রার্থীদের লক্ষ লক্ষ টাকা অফার করছে শাসক দল
২১শে জুন বুধবার হাওড়া জেলার সাঁকরাইল আন্দূল আড়গোড়ী জনসভায় এসে ভাঙ্গড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মিডিয়াদের সামনে বললেন বোম বন্দুক দিয়ে যখন মনোনয়নপত্র জমা দেওয়া আটকাতে পারেনি তখন তারা বিকল্পভাবে আই এস এফ প্রার্থীদের টাকার বিনিময়ে নমিনেশন ফাইল প্রত্যাহার করানোর চেষ্টা চালাচ্ছে। এমন এমন প্রার্থী আছে যাদের লক্ষ লক্ষ টাকা অফার করেছে বর্তমান শাসক দল। তিনি এই প্রসঙ্গে বলেন আমরা মাটি কামড়ে পড়ে থাকবো কিন্তু শাসকদলের কাছে শিরদাঁড়া বিক্রি করে দেব না। আমার বিধানসভার বিভিন্ন অঞ্চলে যে সকল আইএসএফ প্রার্থীরা নমিনেশন ফাইল জমা দিয়েছে তারা কোনো রকম ভাবে নমিনেশন ফাইল প্রত্যাহার করবে না কারণ তারা অনেক যুদ্ধ এবং অনেক মার খেয়ে এমনকি জীবনকে বাজি রেখে তারা এই মনোনয়নপত্র জমা দিয়েছে। তাই বর্তমান শাসক দলের টাকার লোভে তারা কোনদিন মনোনয়নপত্র প্রত্যাহার করবে না।
ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার গাববেড়িয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বর্তমান শাসক দলের প্রার্থী পারমিতা মন্ডল লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রচার করার নামে মানুষকে হুমকি দেখিয়ে আসছে শাসক দলের এই প্রার্থী মানুষের বাড়িতে গিয়ে বলছে ভোটটা যেন দিদির ব্যালাট বাক্সে পড়ে যদি তা না হয় আমরা ব্যালাট বাক্স মাঠের মাঝখানে আনব এবং যারা ভোটার ভোট দিতে যাবে তাদেরকে আমরা সকলের সামনে দেখিয়ে দেখিয়ে ভোট দিতে বলব। যেরকম করে হোক ভোট আমাদের চাই। পরে ভিডিও ভাইরাল হওয়ার পর শাসকদলের ওই প্রার্থী পারমিতা মন্ডল জানায় আমার ভিডিও বিকৃতি বা এডিট করা হয়েছে।
Thanks